ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘গ্র্যান্ড স্যালুয়েট টু চাঁদপুর পুলিশ ফোর্স’ শীর্ষক পুলিশদের সম্মাননা প্রদান

গতকাল ১৭ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুরের ঐতিহ্যবাহী নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্র্যান্ড স্যালুয়েট টু চাঁদপুর পুলিশ ফোর্স’ শীর্ষক পুলিশদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার)। শিল্পী কলাকুশলীসহ সংস্কৃতিকমনা মানুষের ব্যাপক উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। সভার শুরুতে বিগত দিনে যেসব শিল্পী, কলা-কুশলী সংস্কৃতি অঙ্গন থেকে চিরতরে হারিয়ে গেছেন তাদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে সপ্তরূপা নৃত্য শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান।

আলোচনা সভায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, রাষ্ট্র এবং সরকারের বিশ্বস্ত বাহিনী হিসেবে কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনী। স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম আক্রমণের শিকার হয়েছিলো পুলিশ বাহিনী। সেদিন পাকহানাদার বাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে কয়েকশ’ পুলিশ নিহত হন। আহত হন অনেকে। এমনকি যেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হন, সেদিনও কর্মরত একজন পুলিশ নিহত হন। বড় বড় দুর্যোগকালীন পুলিশ বড় ভূমিকা পালন করেছে। জ্বালাও পোড়াও, আন্দোলন, সংগ্রাম সকল ক্ষেত্রেই নিরাপত্তার লক্ষ্যে পুলিশ খুব কষ্টের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছেন। একটা সময় ছিলো সকল পুলিশ তাদের রেশন পর্যন্ত পেতেন না। কিন্তু এখন পুলিশ বাহিনী অনেক আধুনিক ও সুবিধাভোগী হয়েছে। এক সময় মানুষ পুলিশের কাছে আসতে ভয় পেতো, কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। এখন পুলিশ মানুষের বন্ধু হিসেবে কাজ করছে। তিনি সপ্তরূপার এ ধরনের কাজের প্রতি উৎসাহ প্রদান করে আরো বলেন, ভালো কাজের প্রতি পুলিশের সহযোগিতা সব সময় বজায় থাকবে। মানুষকে যত সংস্কৃতিমনা করে গড়ে তোলা যাবে, ততবেশি মানুষের মনে অপরাধ প্রবণতা কমে আসবে।

উদ্বোধক পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল চাঁদপুরে সাংস্কৃতিক মুক্তমঞ্চ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সকল প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়েই আমাদের পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। দেশ স্বাধীন হওয়া থেকে শুরে করে করোনাকালীন সময়ও দেখেছি তাদের অনবদ্য অবদান। আজ সপ্তরূপা নৃত্য শিক্ষালয় তাদের প্রতি যে সম্মাননা প্রদান করেছে, তা সত্যিকারভাবে তাদের প্রাপ্য। এ ধরনের সুন্দর আয়োজনের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাই।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন সপ্তরূপা নৃত্য শিক্ষালয়ের প্রধান উপদেষ্টা চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত।

সপ্তরূপার সভাপতি জাফর ইকবাল মুন্নার সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর বিজয়মেলার মহাসচিব হারুন অর রশিদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, চাঁদপুর রেলওয়ে শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ মাহমুদা খানম ও পশ্চিম বিষ্ণুদী পৌর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ জাকির বন্দুকশী। স্বাগত বক্তব্য রাখেন সপ্তরূপার সাধারণ সম্পাদক ও অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলার প্রশিক্ষক বিশিষ্ট কণ্ঠশিল্পী মৃনাল সরকার। অনুষ্ঠানে মানবিক পুলিশ সুপার হিসেবে পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম)-এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। ঐতিহ্যবাহী ও নান্দনিক চাঁদপুরের রূপকার হিসেবে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া দায়িত্বকালীন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় চাঁদপুর জেলার বিভিন্ন থানায় কর্মরত কয়েকজন অফিসার ইনচার্জসহ ৮ জন কনস্টেবলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পুলিশ সদস্যদের মধ্যে যারা সম্মানিত হয়েছেন তারা হলেন কিশোর গ্যাং দমন ও মাদক নির্মূলে অবদান রাখায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, মাদক ও সন্ত্রাস দমনে সক্রিয় অবদান রাখায় হাইমচর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হারুনুর রশিদ, সাহসিকতা ও নিষ্ঠার জন্যে কনস্টেবল আব্দুল ওয়াদুদ, কনস্টেবল মোঃ সিরাজুল ইসলাম, কনস্টেবল মোঃ আবুল কাসেম, কনস্টেবল আবু তাহের, কনস্টেবল আব্দুল সামাদ, কনস্টেবল দুলাল চন্দ্র শীল, কনস্টেবল মোঃ নূরুল ইসলাম ও কনস্টেবল মোঃ আমিরুল ইসলাম খান। এছাড়াও শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানকে ঘিরে মানুষের উপস্থিতি ছিল ব্যাপক।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর