টাইমস বাংলা ডেস্কঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি বন্ধে চালকদের সাথে সচেতনতামূলকসভা করেছে নৌ থানা পুলিশ।
রোববার (১ জুন) দুপুরে লঞ্চঘাটে সিএনজি, অটোরিক্সা ও রিক্সা চালকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন চাঁদপুর নৌ থানার ওসি একেএমএস ইকবাল।
তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল আযহায় দেশের বিভিন্ন স্থান থেকে যাত্রীরা লঞ্চে করে চাঁদপুর আসবে এবং যাবে। এই সকল যাত্রীদের সেবা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের একার নয়, তা আমাদের সকলের দায়িত্ব। লঞ্চঘাটে যাত্রী টানাহেচড়া বা হয়রানি করা যাবে না। আপনারা কেউ যাত্রীর কাছে যেতে হবে না, সারিবদ্ধভাবে নিজ গাড়ির সামনে দাঁড়ালে যাত্রীরা তার গন্তব্যে যাওয়ার জন্য আপনাদের কাছে আসবে।
তিনি আরোও বলেন, লঞ্চঘাট প্রবেশের টিলাবাড়ি সম্মূখে অযথা গাড়ি রেখে কেউ যানজটের সৃষ্টি করবেন না। তা না হলে সকলেরই সমস্যা হবে, দীর্ঘ যানজটের সৃষ্টি হবে। লঞ্চঘাটে যাত্রীদের ভোগান্তি হলে তারা জেলা প্রশাসন, জেলা পুলিশ
ও নৌ পুলিশসহ সকলকে ব্যর্থ বলবে। আমরা চাই না কারো উপরে আইন প্রয়োগ করতে। আমরা সকলে মিলে যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিবো, সকলে এই অঙ্গিকার করি।
এসময় চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল হোসেনসহ বিভিন্ন যানবাহনের চালকরা উপস্থিত ছিলেন।