ঢাকা, রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব উত্তরে সালিসে দ্বিতীয় স্ত্রীকে তালাকের চাপ : বিষপানে স্বামীর আত্মহত্যা

টাইমস বাংলা ডেস্কঃ 

মতলব উত্তর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার চাপ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। নিহতের নাম ফারুক খান (৪০)। তিনি উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গখারকান্দি গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক খান বাবুবাজারে মাছের আড়তে চাকরি করতেন। প্রায় তিন-চার মাস আগে ছোটন ছুটকি বেদেপাড়ার রীনা নামের এক বিধবা তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন। এ খবর জানাজানি হলে তার প্রথম স্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর থেকেই পরিবারে শুরু হয় কলহ।

জানা যায়, দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার জন্য প্রথম স্ত্রী ও তার পরিবারের পক্ষ থেকে দায়দায়িত্ব ধরে চাপ দেওয়া হচ্ছিল। এ নিয়ে ফারুকের বাড়িতে একাধিকবার সালিশ বৈঠক হয়। সর্বশেষ সোমবার (২ জুন ২০২৫) সন্ধ্যায় আবারও দফা বৈঠকে প্রথম পক্ষকে লোকজন ফের তালাকের জন্য চাপ প্রয়োগ করেন। পরে ২ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফারুক পরিবারের সবার অগোচরে কীটনাশক পান করেন। গুরুতর অচেতন অবস্থায় তাকে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। তবে পথেই তার অবস্থার অবনতি হয়ে পড়ে। নিহত পরিবারের সূত্র জানায়, মারধরের ভয়ে তিনি আত্মহননের পথ বেছে নেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মর্গে।

সর্বশেষ - চাঁদপুরপ্রথমপাতা

জনপ্রিয় - চাঁদপুরপ্রথমপাতা