ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মধ্যরাত থেকে চাঁদপুরের সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

টাইমস বাংলা ডেস্কঃ 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল শনিবার মধ্যরাত থেকে চাঁদপুর-ঢাকা নৌ রুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ আছে। রাত ১২টার পর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ রোববার সকালে চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চাঁদপুর-ঢাকাসহ সব নৌ রুটে লঞ্চ ও নৌযান চলাচল বন্ধ থাকবে।

এদিকে আজ সকাল ছয়টায় চাঁদপুর লঞ্চঘাটে দেখা গেছে, কোনো ধরনের নৌযান নেই। দুই থেকে চারজন যাত্রী না জেনে ঘাটে এলেও তাঁরা ফিরে যান। এদিকে নদীতে কিছু লাইটার জাহাজ নদীতীরবর্তী এলাকায় নোঙর করে রাখা হয়। মেঘনা ও ডাকাতিয়া নদীতে পানি এবং বাতাসের তীব্রতা সকাল থেকেই বেড়েছে।

গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মেঘনা উপকূলীয় এলাকা ও লঞ্চঘাটে পূর্বসতর্কতা হিসেবে মাইকিং করেছে নৌ পুলিশ।

সর্বশেষ - চাঁদপুরপ্রথমপাতা

জনপ্রিয় - চাঁদপুরপ্রথমপাতা