ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

চাঁদপুরের মেঘনায় নৌ-পুলিশের উচ্ছেদ অভিযানে জেলেদের হামলা : জাগ উচ্ছেদ

চাঁদপুরে মেঘনা নদীতে দেশীয় মাছের প্রজনন রক্ষা এবং নদীতে নৌযান চলাচল স্বাভাবিক রাখতে বাসের জাগ উচ্ছেদ করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলামের নেতেৃত্বে সদরের নদীতীর বর্তি ইউনিয়নগুলোর প্রায় অর্ধশতাধিক জাগ উচ্ছেদ করা হয়।

এদিকে নৌ পুলিশের উচ্ছেদ অভিযান কালে চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের শতাধিক জেলেরা নৌ পুলিশের উপর হামলা চালায়। এসময় জাক উচ্ছেদ কাজে জড়িত দুই শ্রমিক আহত হয়।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীতে শত শত অবৈধ জাগ গড়ে তুলেছে জেলেরা। এতে করে মাছ চলাচলে প্রতিবন্ধকতা এবং মাছের অবাদ বিচরণসহ হুমকির মুখে পড়ছে। এছাড়া যততত্র জাগ দেওয়া নৌযান চলাচলে হুমকিতে পড়ছে।

তিনি আরও বলেন, আমরা উচ্ছেদ অভিযানে গেলে বেপরোয়া জেলেরা আমাদের লক্ষ করে ইট-পাটকেল ও লাঠি-ছোটা ছুরে মারে। এতে করে আমাদের কাজে নিয়োজিত দুই শ্রমিক আহত হয়েছে। পর্যায়ক্রমে নদী থেকে সকল বাসের জাগ উচ্ছেদ করা হবে।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদর