চাঁদপুরে উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক প্রতিবন্ধীদের যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ যাচাই বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়।
যাচাই বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
যাচাই বাছাইকালে উপস্থিত ছিলেন সতর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের চিকিৎসক প্রমূখ।