ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর হাট-বাজারে জাটকা বিক্রির হিড়িক

চাঁদপুরের মেঘনা নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট ও হাট বাজারে এখন শুধু জাটকা ইলিশের ছড়াছড়ি। যে যেভাবে পারছে জাটকা কিনে নিচ্ছে। সর্বনিম্ন ৭০ টাকা কেজিতে খুচরা বাজারে বিক্রি হচ্ছে এই জাটকা। কম দামে কিনতে পেরে ক্রেতাদেও মাঝে ব্যাপক উৎসাহ ছড়িয়ে পড়তে দেখা যায়। অনেকেই জাটকা কিনে ফ্রিজ ভর্তি করছে বলে জানান এলাকাবাসী। দুরদুরান্ত থেকেও ছুটে আসছে ক্রেতারা ।

২৬ জানুয়ারি চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার, রনাগোয়াল এলাকা থেকে শুরু করে সদর দক্ষীণের চান্দ্রা চৌরাস্তা পর্যন্ত ঘুরে দেখা যায় খুচরা মাছ ব্যবসায়ীরা বিপুল পরিমান জাটকা ইলিশ বিক্রি করছে। ক্রেতাদের সমাগমও দেখা গেছে ঐসব এলাকায়। এসব জাটকার সাইজ এতোটাই ছোট যে কেজিতে ১৫/২০ টার বেশি ওঠে। ৫ ইঞ্চি থেকে ১০ ইঞ্চি পর্যন্ত জাটকার সংখ্যাই অধিক।

খুচরা বিক্রেতারা বলছে নদীতে প্রচুর মাছ পড়ছে। একটু কড়াকড়ি থাকলেও জেলেরা মাছ ধরতে পারছে। চান্দ্রা চৌরাস্তার মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর (ছদ্ম নাম) জানান, তিনি আজ কয়েক দিন যাবৎ জাটকা ছাড়া তিনি অন্য মাছ বিক্রি করছেন না। দাম একটু কম হওয়াতে বেশি বিক্রি হচ্ছে। অভিযান না থাকার কারণে বিক্রিতে কোন সমস্যা হচ্ছে না।

চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর বাজারে গত কয়েকদিন ধরে জাটকা বিক্রি হচ্ছে দেড় ’শ থেকে ২০০ টাকা কেজিতে। এছাড়া দোকানঘর ও বহরিয়া ও হরিনা ফেরিঘাট এলাকায় ১ শত টাকা থেকে আড়াই শত টাকায় জাটকা বিক্রি হতে দেখা যায়। বড়ো সাইজের ইলিশের কেজি এখনো হাজার টাকার উপরে হওয়ার কারণে ক্রেতারা জাটকার দিকেই ঝুঁকছে বলে জানান বিক্রেতারা।

সর্বশেষ - ইলিশচাঁদপুর

জনপ্রিয় - ইলিশচাঁদপুর