চাঁদপুর জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রিয় রোলকল অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার রাতে চাঁদপুর পুলিশ লাইন্সে কেন্দ্রীয় রোলকল গ্রহণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।
তিনি বলেন, আইন সবার জন্য সমান, কোন পুলিশ সদস্য ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও মোটরযান রেজিস্ট্রেশন ছাড়া মোটরযান চালনা করলে তার বিরুদ্ধে ট্রাফিক আইনের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও পুলিশ সদস্যদের কল্যাণে ব্যারাকের পরিষ্কার পরিচ্ছন্নতা, মেসের রান্না ও খাবারের মান এবং ফোর্সের বিভিন্ন সমস্যা ও ছুটির বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে মর্মে অভিপ্রায় ব্যক্ত করেন।
পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএমসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।