ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

চাঁদপুরে হত্যা মামলার আসামী সুমন মাদকসহ আটক

চাঁদপুর শহরের পুরান বাজার শামীম হত্যা মামলার আসামি মোঃ সুমন বেপারীকে গাঁজাসহ আটক করেছে পুরানবাজার ফাঁড়ি পুলিশ।

বুধবার  (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানার নেতৃত্বে এএসআই আমিনুল সঙ্গীয় ফোর্স নিয়ে পুরান বাজার বাকালি পট্টি মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন বেপারীকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশি চালিয়ে আধা কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।

পুরান বাজার ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, হত্যা মামলার আসামি সুমনকে গাঁজাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পুরান বাজারে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে ২ বছর পূর্বে মারামারির ঘটনায় পথচারী শামীম নিহত হয়েছে। সেই ঘটনায় এই কুখ্যাত মাদক ব্যবসায়ী সুমন বেপারী সহ আরো কয়েকজন এর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এই সুমন বেপারীর হত্যা মামলাসহ আরও মামলা রয়েছে। মাদক নির্মূলে অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করায় তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদর