স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে চাঁদপুর স্টেডিয়ামে লাল সবুজ বোরকা পরিহিত মেয়েদের একটি দল সবার নজর কেড়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের অনুষ্ঠানে স্টেডিয়ামের পূর্বপাশের গ্যালারিতে লাল সবুজের এক টুকরো বাংলাদেশের চিত্র ফুটে ওঠে।
জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফরাজিকান্দির আল্লামা শায়খ সাঈদ ড. মানজুর আহমদ (রা.) নুরানিয়া হাফিজিয়া মহিলা মাদরাসার ছাত্রীরা মহান বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে চাঁদপুর স্টেডিয়ামে আসেন। এর মধ্যে লাল সবুজ বোরকা পরিধানকারীরা সবাই ওই মাদরাসার ফাতেমাতুজ জোহরা এতিমখানায় পড়াশোনা করে।
মাদরাসার শিক্ষিকা আকলিমা আহমদ বলেন, মূলত লাল সবুজ বোরকা মাদরাসার নির্ধারিত পোশাক। আমাদের সকল কার্যক্রম দেশাত্মবোধ রেখেই করা হয়। বিজয় দিবসের কুচকাওয়াজ দেখতে ভোরবেলা আমরা এখানে এসেছি।
মাদরাসার ছাত্রী সিইমা আক্তার ও সাফিয়া আক্তার বলেন, মাঠে এসে আমাদের খুব ভালো লেগেছে। অনেকেই মনে করেছে আমরা বিজয় দিবসের জন্য লাল সবুজ বোরকা পড়েছি। আসলে এই বোরকা আমাদের মাদরাসার পোশাক। জাতীয় সকল অনুষ্ঠানে আমাদের মাদরাসার অংশগ্রহণ থাকে।
গ্যালারিতে জমির নামে এক দর্শক বলেন, মাঠে সবার চোখ ছিল লাল সবুজ বোরকার ওপর। সত্যিই খুব চমৎকার দৃশ্য ছিল। নিঃসন্দেহে এটা মাদরাসা কর্তৃপক্ষের প্রশংসনীয় উদ্যোগ।