ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

মুক্তিযোদ্ধাদের তালিকার আগে রাজাকারদের তালিকা করা উচিত : জেলা প্রশাসক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজন আউটার স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি তার বক্তব্যে বলেন, নীল নকশা করে গভীর চক্রান্তের মাধ্যমে জাতীয় নেতাদের হত্যা করা হয়। কিভাবে আমাদের দেশকে পঙ্গু করা যায়, তা পশ্চিম পাকিস্তানীরা বাস্তবায়ন করেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। স্বাধীনতা আমাদের দিতে হয়েছে। আমরা নতুন প্রজন্মকে জানাতে চাই, অতীতে আমাদের সাথে কি রকম নৃশংসতা পাকিস্তানি শত্রু এবং আমাদের দেশে থাকা তাদের মিত্র রাজাকার বলবদররা মিলে কি করেছে। মেধাশূণ্য জাতি তৈরি করতে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল।
তিনি আরও বলেন, অতীতকে ভুললে সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে না। আমাদের প্রজন্মের কাছে অতীতের স্মৃতিগুলো তুলে ধরতে হবে। পাকিস্তানী হায়নাদের নির্মমতাগুলো বর্ণনা করতে হবে। তিনি বলেন, আলবদর আলসাম ছাড়া প্রত্যেকেই প্রতোক্ষ ও পরোক্ষ মুক্তিযুদ্ধ করেছে। আমাদের উচিত মুক্তিযুদ্ধের তালিকার আগে প্রয়োজন রাজাকারদের তালিকা করা। তিনি বলেন, চাঁদপুরে রাজাকার আলবদরদের এবং পাকিসেনাদের নির্যাতন আমরা পরিবেশভিত্তিক নাটক ” মধ্যরাতের মোলহেড আমরা প্রদর্শন করেছি। যা দর্শক নন্দিত হয়েছে। সেসময়ের সত্যটা উপস্থাপন হয়েছে। জেলা প্রশাসক বলেন, নিজেদের আত্ম সমালোচনার সময় এসেছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি- এ জাতীয় সংগীতের চরণ গানের মধ্যে রেখে দিলে চলবে না, দেশকে ভালো বাসলে এ গান হৃদয়ে স্পর্শ করাতে হবে। অন্জনা খান মজলিশ বলেন, অতীতের ঘটনা আমাদের এখনো ক্ষত বিক্ষত করে। জেলা প্রশাসক বলেন, সকল বাঁধা পেরিয়ে আমাদের দেশ এখন পাকিস্তান ভারতের চেয়ে অনেক এগিয়ে গেছে। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের উচ্চতায় তুলে এনেছেন। দেশে আজ পদ্মা সেতু হয়ে গেছে নিজেদের অর্থায়নে, মেট্রোরেল চালু হয়ে আর বাকি নেই। তথ্য ও প্রযুক্তিতে দেশ অনেক এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরন করেছেন। সড়ক, বিদ্যুৎ, বঙ্গবন্ধু স্যাটালাইটসহ যে কোন সেক্টরের দিকে তাকান, তা সম্পুর্ণ। জীবন যাত্রার মান বেড়েছে। বেড়েছে মাথা পিছু আয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, বিজয় মেলার স্টিয়ারিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, লেখক ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়া। বক্তারা বলেন, বিকৃত ইতিহাস থেকে দূরে থাকতে হবে। স্থানীয় পর্যায়ে বুদ্ধিজীবীদের তালিকা করার প্রস্তাব রাখেন তারা।
আলোচনা সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবসের উপর ডকুমেন্টারি উপস্থাপন করেন পুরাণ বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন মুক্তিযোদ্ধা সানাউল্লাহ, গিতাপাঠ করেন জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা বিমল চন্দ্র দে। আজকের আলোচানায় অর্ডিন্যান্স ছিলো কানায় কানায় পরিপূর্ণ।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর