ঢাকা, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শারদাঞ্জলি ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলার এর উদ্যোগে ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল সন্ধ্যায় পুরান বাজার শ্রী শ্রী রাধা মদন মোহন জিউড় মন্দিরে জেলা সভাপতি শ্রী রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

ফোরামের ভারঃ সাধারণ সম্পাদক শ্রী পঙ্কজ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী তমাল কুমার ঘোষ।

এছাড়া বিশেষ অতিথি বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শ্রী গোপাল চন্দ্র সাহা, শ্রী শ্রী রামঠাকুর দোল মন্দির কমিটির সভাপতি শ্রী পরেশ চন্দ্র মালাকার, শ্রী শ্রী রাধা মদনমোহন জিউড় মন্দির কমিটির সাধারন সম্পাদক শ্রী উমেশ চন্দ্র সাহা।

শুরুতেই গীতা পাঠ করেন কনিষ্ঠ সারথি অম্লান সাহা শ্যাম এবং স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সিনিঃ সহ-সভাপতি শ্রী জিবন মজুমদার।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা ফোরামের সারথি নেপাল চন্দ্র সাহা,কার্তিক সরকার, টোটন বনিক, খোকন সাহা, খোকন মজুমদার, লিটন সাহা লিটু, অঞ্জন দাস, শম্পা দত্ত গুপ্ত,শিউলী মজুমদার, তৃষা বৈদ্য, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সহ- সভাপতি চন্দন দে, নন্দিতা দাস,সহ -সাধারন সম্পাদক সুমন বিশ্বাস অর্পন, সহ- সাংগঠনিক সম্পাদক সুমন অধিকারী,প্রধান সমন্বয়কারী রুবেল সরকার রিংকু, প্রচার সম্পাদক বিশ্বজিৎ সরকার, দপ্তর সম্পাদক দীপ্ত ঘোষ।

প্রদীপ প্রজ্জ্বলন করে সকল অশুভ শক্তির বিনাশ কামনা করে ‘বিশ্ব শারদ সম্মান’-২০২১ জেলার সেরা পূজা রমেশ চন্দ্র দে বাড়ির মন্দির এবং সেরা প্রতিমা রূপসা আনন্দ সাহার বাড়িকে পুরস্কার হিসেবে ক্রেষ্ট তুলে দেয়া হয়।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর