ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনারকে অভিনন্দন জানালেন চাঁদপুরের জেলা প্রশাসক

বিভিন্ন কর্মসূচিতে যোগদান করার জন্য চাঁদপুর সফরে এসেছেনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি।

২৭ অক্টোবর তিনি চাঁদপুর সার্কিট হাউজে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এরপর তিনি চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় দর্শন, মুজিব শতবর্ষ উপলক্ষে চাঁদপুর জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় করেন।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর