ঢাকা, শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

যাত্রী নিরাপত্তায় চাঁদপুরে বিআরটিএর ভ্রাম্যমান আদালত ১০ মামলা

টাইমস বাংলা ডেস্কঃ 

বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের নির্দেশক্রমে চাঁদপুরে ঈদ-উল-আজহা ২০২৫ উদযাপন উপলক্ষে যাত্রী সাধারনের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্নে করার লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

রোববার (১ জুন) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই অভিযান পরিচালনা করে বিআরটিএ চাঁদপুর সার্কেল।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, মোটরযানে অতিরিক্ত গতি ও হেলমেট না থাকার কারণে ১০ টি মামলায় সাড়ে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে যাত্রী সাধারনের নিরাপত্তা ও সড়কে নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রহমত উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ আলা উদ্দিন, সহকারী মোটরযান পরিদর্শক মোঃ শামীম মিয়া সহ পরিবহন মালিক-শ্রমিক সংগঠের নেতৃবৃন্দ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা।
এবিষয়ে বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ আলা উদ্দিন বলেন, ঈদ-উল-আজহা উপলক্ষে সড়ক নিরাপদ রাখতে রেজিস্টেশন বিহীন ও মেয়াদ উত্তির্ণ গাড়ি ও সিএনজি অটোরিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমাদের এই অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - চাঁদপুরচাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুরচাঁদপুর সদর