চাঁদপুর প্রেসক্লাবের সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরী সম্পাদক সিনিয়র সাংবাদিক এবং দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি গুরুতর অসুস্থ শওকত আলীর হার্টে রিং পরানো হয়েছে।
গতকাল ১৩ র্মাচ ঢাকা বারডেম হাসপাতালে পরীক্ষা নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পরলে হার্টে একটি রিং পরানো হয়।
বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে পারিবারিক সূত্রে নিশ্চিত করেছে ।সবার নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন পাশাপাশি চাঁদপুর প্রেসক্লাব থেকে সহযোগিতা কামনা করেছেন ।
উল্লেখ্য, গত ১০ মার্চ (বৃহস্পতিবার) রাতে বুকের ব্যথা নিয়ে চাঁদপুর প্রিমিয়ার হসপিটালে ভর্তি হলে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শের ঢাকা নেওয়া হয়।