ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

চাঁদপুরে পুলিশের বডিওর্ন ক্যামেরা চালু

চাঁদপুরে জেলা পুলিশ সদস্যদের জন্য বডিওর্ন ক্যামেরার চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর ট্রাফিক বিভাগে কর্মরত ৩৬ পুলিশ সদস্যেদের এ ক্যামেরা দেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।

এ সময় তিনি বলেন, বডিওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে ট্রাফিক পুলিশ সদস্যেদের এ কার্যক্রমের আওয়াতায় আনা হলেও পর্যায়ক্রমে জেলা পুলিশের প্রত্যেক ইউনিটে এটি ব্যবহার করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ মঈনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর