দেশের পশ্চিমাঞ্চলের সাথে বন্দর নগরী চট্টগ্রাম ও রাজধানীর সাথে যোগোযোগের গুরুত্বপূর্ণ ফেরি রুটের হরিণা ফেরিঘাটে নানা অনিয়মের কারণে ইজারাদার মো. মোজাম্মেল হোসেন টিটুকে শোকজ করেছে বিআইডাব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা এ.কে.এম. কায়সারুল ইসলাম। গত ১৬ জানুয়ারি তিনি এই শোকজ পত্র ইজরাদার বরাবর প্রেরণ করেন। একই পত্র তিনি সদয় অবগতির জন্য বিআইডাব্লিউটিএ ঢাকার বন্দর ও পরিবহন বিভাগ পরিচালক, বিআইডাব্লিউটিএর চেয়ারম্যান এর সমন্বয় কর্মকর্তা ও ব্যাক্তিগত কর্মকর্তা, সদস (পরিকল্পনা ও পরিচালন) দপ্তর, বিআইডাব্লিউটিএ’র নিকট অনুলিপি প্রেরণ করেন।
সম্প্রতি হরিণা ফেরিঘাটে রাতের বেলায় সিরিয়াল ছাড়াই অতিরিক্ত টাকা আদায় করে যানবাহন পারপার, পার্কিং ইয়ার্ড পরিস্কার পরিচ্ছন্ন না রাখা, রাতের বেলায় আলোর স্বল্পতা, ছিনতাই এর ঘটনা, চালক ও শ্রমিকদের জন্য একটি মাত্র পানির কল, একটি পায়খানা ইত্যাদি অনিয়ম নিয়ে ফোকাস মোহনা.কমসহ জাতীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদে বন্দর ও পরিবহন কর্মকর্তা এসব বিষয়গুলো তদন্ত করে ইজারাদারকে শোকজ করবেন বলে জানান। যার প্রেক্ষিতে ১৬ জানুয়ারি চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তার কার্যালয় থেকে (নথি নং-১৮.১১.১৩.২২.০৭২.০২.৩৪১.২১/৫১১) নং স্মারকে শোকজ করা হয়।
শোকজে বলা হয়, চাঁদপুর নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন হরিণা ফেরি টার্মিনাল ও পার্কিং ইয়ার্ড ব্যবহারকারী যাত্রী সাধারণ ও যানবাহন কর্মীগণের নূন্যতম সেবা প্রাপ্তি নিশ্চিতকরণকল্পে টয়লেট কমপ্লেক্সসমূহ ব্যববহার উপযোগী ও পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষে পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহসহ সার্বক্ষনিক একজন পরিচ্ছন্ন কর্মী নিয়োজিতকরণের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।