স্টাফ রিপোর্টার : সেবার ব্রত নিয়ে রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ও তাদের সহযোগী সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১২ জানুয়ারি বুধবার রাতে সংগঠনের নিজস্ব কার্যালয়ে শতাধিক নারী-পুরুষের হাতে এ কম্বল বিতরণ করা হয়। এতে উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে কম্বল তুলে দেন চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ। তিনি বলেন, রোটারী এবং রোটার্যাক্টগণ সব সময় সেবার ব্রত নিয়ে আর্ত মানবতার সেবায় কাজ করে। তারা নিজের পকেটের টাকা খরছ করে এমন কাজ সারা বিশ্বব্যাপী চালিয়ে যাচ্ছে। আমি চাই দ্রুত জেলা পুলিশ ও রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল যৌথ উদ্যোগে একটি প্রজেক্ট বাস্তবায়ন করুক। আমি ক্লাবের সবার সফলতা কামনা করছি। এ সময় পুলিশ সুপার মিলন মাহমুদকে ক্লাবের সম্মানীয় সদস্য ঘোষণা করে কোট পিন পরিয়ে ক্লাবের অন্তর্ভূক্ত করে নেয়া হয়।রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি রোটাঃ সাখাওয়াত হোসেন শাকিলের সভাপতিত্বে ও সচিব রোটাঃ এমএ হান্নানেরর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি রোটাঃ শেখ মনির হোসেন বাবুল।
উপস্থিত ছিলেন রোটাঃ মো. জামাল হোসেন, রোটাঃ শবেবরাত সরকার, শরীফ মো. আশ্রাফুল হক, আব্দুল বারী জমাদার মানিক, নুরুল আমিন খান আকাশ, রোটাঃ ডা. মাসুদ হাসান, রোটাঃ মোস্তাক আহমেদ, রোটাঃ ডাক্তার রাশেদা আক্তার এবং রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল গার্ডেনের সচিব নজরুল ইসলাম নিলয়, সমাজসেবা পরিচালক অমরেশ দত্ত জয়সহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।