টাইমস বাংলা ডেস্কঃ
চাঁদপুর শহরের জে এম সেনগুপ্ত রোডে সাবেক মন্ত্রী দীপু মনির বাসার সামনের নালায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মা–ছেলেসহ চারজন আহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এতে ওই নালার অন্তত ৫০ ফুট স্ল্যাব (ঢাকনা) উড়ে গেছে।
আহত ব্যক্তিরা হলেন চাঁদপুর শহরের গুনরাজদী এলাকার ইমরুল আহমদের স্ত্রী তন্বী বেগম (৩৫) ও তাঁর ছেলে তাফসির আহমেদ (১০), একই এলাকার রাহিম (৮) ও ভ্যানচালক আবুল বাশার (৩০)। এর মধ্যে মা–ছেলেকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদিন বলেন, ‘আমার চোখের সামনে হঠাৎ করে পৌরসভার ড্রেনে বিকট আওয়াজ করে বিস্ফোরণ ঘটে। এতে নালার ঢাকনা চার থেকে পাঁচ ফুট ওপরে উঠে যায়। সেখানে অটোরিকশার জন্য দাঁড়িয়ে থাকা মা ও ছেলে, সবজি বিক্রেতা ভ্যানচালক ও আরেকটি শিশু আহত হয়। ঢাকনার আঘাতে মা ও ছেলের মাথা ফেটে যায়।’
এ ঘটনার পরই খবর পেয়ে চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়াসহ অন্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। চাঁদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী দিলীপ কুমার দে বলেন, ‘আমাদের নালাগুলো সম্পূর্ণ পরিষ্কার। তা ছাড়া গ্যাস বের হওয়ার ছিদ্র রয়েছে। কিন্তু এভাবে বিস্ফোরিত হয়ে নালার প্রায় ৫০ মিটার কেন ছিন্নভিন্ন হয়ে গেলে, সেটা বোধগম্য নয়। কী কারণে এটা হয়েছে তা আমরা খতিয়ে দেখব।’