ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

শাহতলী ও বাবুরহাট বাজারে পাঁচ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকিতে ৫ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার এবং বাবুরহাট বাজার এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে পাঁচ দোকানীকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে নিরাপত্তায় সহযোগিতা করেন জেলা পুলিশের একটি চৌকশ টিম। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

সর্বশেষ - চাঁদপুর সদর

জনপ্রিয় - চাঁদপুর সদর