ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

উপাদী দক্ষিণ ইউনিয়নে ৯ আওয়ামী লীগ নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নে ৯ আওয়ামী লীগ নেতা বহিস্কার করা হয়েছে। চলতি ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় দলের গঠনতন্ত্রের ৪৭-এর (ঠ) ধারা অনুযায়ী কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নির্দেশে ইউনিয়নের ৯ আওয়ামী লীগ নেতাকে বহিস্কার করা হয়েছে। বহিস্কারকৃতরা হচ্ছেন- ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা হেদায়েত উল্লাহ তালুকদার, মিজানুর রহমান তালুকদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম ফজলু মেম্বার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির রেজা, সাধারণ সম্পাদক মহসিন বকাউল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহসিন বেপারী ও সফিক মিজি। ২২ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান ও সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ-এর যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে দলের সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized