ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

হাজীগঞ্জে আত্মহত্যা

হাজীগঞ্জে স্বামী পরিত্যক্তা এক নারীর আত্মহত্যার খবর পাওয়া যায়। উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর মজুমদার বাড়িতে এ আত্মহননের ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর শনিবার দুপুরে তার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করে পুলিশ।

স্বামী পরিতাক্ত নারী তানিয়া আক্তার (১৯) রামপুর মজুমদার বাড়ির প্রবাসী মফিজুল ইসলামের ছোট মেয়ে। বছরখানেক আগে বাজনাখাল এলাকায় তার বিয়ে হয়। সেখান থেকে তালাকপ্রাপ্ত হয়। এর পর থেকে বাবার বাড়িতে অবস্থান। কিন্তু কি কারণে আত্নহত্যা করেছে তা এখন পর্যন্ত কোন জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনাস্থলে যান। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়।

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized