৫ ফেব্রুয়ারি শনিবার মহাপঞ্চমী তিথীতে বিদ্যাদেবী শ্রীশ্রী স্বরস্বতী মায়ের পূজা। এ পূজা উপলক্ষে বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা এ পূজার আয়োজন করেছে। পূজা সকল প্রস্তুতি সম্পন্ন। মন্দিরগুলোতে সাজ সাজ রব। মহামারী করোনা ভাইরাসের কারণে পূর্বের ন্যায় শিক্ষার্থীরা সীমিত আকারে পূজার আয়োজন করেছে। প্রতিটি মন্দিরেই ঢাকঢোল, শঙ্খ, ঘণ্টা বাজিয়ে মন্দিরগুলোতে পূজার উৎসব হচ্ছে বলে। চাঁদপুর জেলার ৮টি উপজেলার সহস্রাধিক মন্দিরে স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।