ঢাকা, রবিবার, ৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

আইফোন ১৩ প্রো এর কাছে হেরে গেলো স্যামসাং গ্যালাক্সি এস২১

স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্যামসাং গ্যালাক্সি এস২১ ব্যাটারি সক্ষমতার বিবেচনায় আইফোন ১৩ প্রো এর কাছে হেরে গেছে। স্যামসাং ছাড়াও একাধিক স্মার্টফোনকে হারিয়ে দিয়েছে আইফোন ১৩ প্রো। সদ্য প্রকাশিত ডিএক্সওমার্ক এর প্রতিবেদনে এসব তথ্য ওঠে এসেছে। প্রতিষ্ঠানটি নিয়মিত বিভিন্ন স্মার্টফোনের ব্যাটারির সক্ষমতা পরীক্ষা নিরীক্ষা করে ফল প্রকাশ করে।

সেরা ব্যাটারি স্মার্টফোনের দৌড়ে ৭৬ পয়েন্ট নিয়ে আইফোন ১৩ প্রো ফোনটি ২৪তম হয়েছে। এর পেছনেই রয়েছে মটরওয়ালা ইডিজিই ২০ প্রো, গ্যালাক্সি এস ২১ ও ওয়ানপ্লাস ৯ প্রো। যদিও এসব ফোনের ব্যাটারি আইফোন ১৩ প্রো এর চেয়ে বেশি শক্তিশালী। তবে সক্ষমতার দিক দিয়ে আইফোন ১৩ প্রো বেশ এগিয়েছে।

সর্বশেষ - তথ্য প্রযুক্তি

জনপ্রিয় - তথ্য প্রযুক্তি