ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে জাইকার কর্মশালায় অনুষ্ঠিত

জাইকার কর্মশালায় বক্তব্য রাখছেন ইউএনও ফাহমিদা হক।

চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)-এর আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও মাদ্রাসা)-এর প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও এসএমসি/গভর্নিংবডি সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খানের সভাপতিত্বে উপজেলা পরিষদের আয়োজনে জাইকার আর্থিক সহায়তায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। এ সময় বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ২৯ ও ৩০ ডিসেম্বর উপজেলা ও মাধ্যমিক শিক্ষা কমিটির মাধ্যমে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized