স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলাম মোস্তফা প্রধান দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। ২৮ নভেম্বর রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আতম বোরহান উদ্দিন বেসরকারি নির্বাচিত করেছেন। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা নৌকা প্রতীক পেয়েছেন ৫ হাজার ৩শত ৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটওয়ারী আনারত প্রতীক পেয়েছেন ৪ হাজার ৭শত ৪০ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনিসুর রহমান হাতপাখা প্রতীক পেয়েছেন ৮শত ৭৫ ভোট।