ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

উপাদী দক্ষিণ ইউনিয়নে নৌকা মার্কার সমর্থনে উঠোন বৈঠক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফার সমর্থনে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর সন্ধ্যায় ইউনিয়নের বালুর মাঠে অনুষ্ঠিত উঠোন বৈঠকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ আজিজ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কিশোর কুমার ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর যুবলীগের সহ-সভাপতি রিপন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টার, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ। সভাটি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুমন মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শোভন সরকার, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন খান, ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান তালুকদারসহ দলীয় নেতৃবৃন্দ। উঠোন বৈঠকে নৌকা প্রতীকের সমর্থনে বিশাল মিছিল বের হয় এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে ইউনিয়নের প্রত্যোকটি গ্রামের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করেন। অত্র ইউনিয়নে নৌকা প্রতীকের সমর্থনে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized