ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরের জহিরাবাদ ইউপি নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

স্টাফ রিপোর্টার : মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন কার্যক্রম ও ভোটগ্রহণ স্থগিত করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৫ নভেম্বর সোমবার নির্বাচন পরিচালনা-২ উপ-সচিব মোঃ আতিয়ার রহমান ও নির্বাচন ব্যবস্থাপনা সমন্বয়-২ সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান কর্তৃক স্বাক্ষরিত এক নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।
নোটিশে উল্লেখ করা হয়, রিট পিটিশন নম্বর ৭১৪০/২০২১-এর ১২ সেপ্টেম্বর ২০২১ তারিখের আদেশ প্রতিপালনার্থে আগামী ২৮ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত রাখার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

সর্বশেষ - Uncategorized

জনপ্রিয় - Uncategorized