ঢাকা, শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

কেন নাম পরিবর্তন করল ফেসবুক?

নাম পরিবর্তন করেছে বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক ইনকরপোরেশন। বৃহস্পতিবার নতুন নাম ‘মেটা’ ঘোষণা করেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এখন থেকে এই নামে সব ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে কোম্পানিটি।

নতুন এই নামের মাধ্যমে মূলত ‘মেটাভার্স’ নামে একটি অনলাইন দুনিয়া তৈরির পরিকল্পনা উন্মোচন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। যেখানে মানুষ ভার্চুয়াল পরিবেশে ভিআর হেডসেট ব্যবহার করে বিভিন্ন কাজ করার পাশাপাশি, গেইম খেলা এবং যোগাযোগ করতে পারবে।

এক ভার্চুয়াল কনফারেন্সে মার্ক জাকারবার্গ বলেন, ‘আমি আশা করি, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মেটাভার্স কোম্পানি হিসাবে দেখা হবে। আর আমরা সামনে যা তৈরি করতে যাচ্ছি, সেটার ওপর ভিত্তি করেই আমাদের কাজ ও পরিচয় গড়ে উঠবে।’

তিনি বলেন, ‘বিদ্যমান এই ব্যবসাকে আমরা দুটি ভিন্ন অংশ হিসেবে দেখছি। একটি আমাদের অ্যাপস ব্যবহারকারীদের জন্য এবং আরেকটি অংশ ভবিষ্যতের প্ল্যাটফর্মে কাজ করার জন্য।’

নাম পরিবর্তনের পর আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, মূল প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হলেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। নতুন যে নামে সংস্থাটি আত্মপ্রকাশ করছে তার অধীনে একটি অ্যাপের নাম হয়ে থাকবে ফেসবুক।

সর্বশেষ - তথ্য প্রযুক্তি

জনপ্রিয় - তথ্য প্রযুক্তি