ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ কোজাগরী লক্ষ্মী পূজা

আজ কোজাগরী লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গোৎসবের পর আশি^ন মাসের শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীদেবীর আরাধনায় সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজনসহ ভক্তি-শ্রদ্ধা সহকারে এই পূজার আয়োজন করে থাকেন।

বাঙালি হিন্দু পরিবারে লক্ষ্মী পূজা এক চিরন্তন উৎসব। লক্ষ্মী দেবী ধন-সম্পদ আর ঐশ^র্যের দেবী হওয়ায় সৌভাগ্য সমৃদ্ধির জন্য তার আরাধনা করা হয় কোথাও ঘটে, কোথাও পটে আবার কোথাও মূর্তিতে। কোজাগরী অর্থ হলো কে জেগে আছে? হিন্দু পুরাণমতে, আশি^নের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে এসে দেখেন, কে জেগে আছে। কোজাগরী পূর্ণিমার এই রাতে যে ব্যক্তি জেগে দেবী আরাধনা করেন দেবী তার প্রতিই সন্তুষ্ট হন এবং তাকে আশীর্বাদ প্রদান করেন। এজন্যে এ রাতে অনেক পরিবারই দেবী সন্তুষ্টি কামনায় রাত জেগে থাকেন। এ বছর লক্ষ্মী পূজা পড়েছে দু’দিন। আজ ১৯ অক্টোবর রাত ৭টা ৩মিনিটে শুরু হয়ে আগামীকাল মঙ্গলবার রাত ৮টা ২৬ মিনিট পর্যন্ত পূর্ণিমাতিথি থাকবে।

এ সময়ের মধ্যেই কোজাগরী লক্ষ্মী পূজা সম্পন্ন করার লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীরা পরিবার-পরিজনসহ সকল প্রস্তুতি নিয়েছেন। আবার কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পূজা করে কী হবে ? যেখানে আমাদের কোনো নিরিপত্তা নেই, সেখানে পূজার কী প্রয়োজন রয়েছে ?

আজ ও কাল দুদিনব্যাপী লক্ষ্মী পূজা সম্পন্ন করার লক্ষ্যে অনেকেই ইতিমধ্যে পূজার উপকরণ সংগ্রহ করেছেন। তবে গত বছরের চেয়ে এ বছর পূজার সকল উপকরণের দামে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। পূজার আয়োজকরা দেবী সন্তুষ্টি কামনায় মিষ্টিজাত দ্রব্য সামগ্রী থেকে শুরু করে নারকেলের তৈরী লাড়–-সন্দেশের প্রাধান্যই দিয়েছে বেশি।

সর্বশেষ - ধর্ম

জনপ্রিয় - ধর্ম