কচুয়ায় পূর্বশত্রুতার জের ধরে একই পরিবারের দুই ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দ্বারাশাহী তুলপাই গ্রামে ঘটনা ঘটে। আহতদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন- ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু সাঈদ (২৫), তার ছোট ছেলে সজিব হোসেন (২২)। এ ঘটনায় আহতদের পিতা আব্দুল খালেক বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
এজহার সূত্রে বাদী আবদুল খালেক জানান, তুলপাই গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে সালাউদ্দিন ও জাফর আলীর ছেলে জুয়েল সহ অজ্ঞাত কয়েক জন যুবক মিলে আমার বাড়ির পাশে কৃষি জমির উপর মাদক সেবন করলে প্রতিবাদ করে ডাক দিলে আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করেন। গত সোমবার সন্ধ্যায় আমার বড় ছেলে প্রবাসে যাওয়ার উপলক্ষে এক ব্যক্তিকে দিতে তুলপাই বাজারে ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে রওনা হলে আহত আবু সাঈদকে পথের মধ্যে মাদক সেবনকারী পূর্ব পরিকল্পিতভাবে দ্বারাশাহী তুলপাই গ্রামের আলাউদ্দিন, সালাউদ্দিন, রিয়াদ হোসেন, জুয়েলসহ তারা কয়েকজন মিলে দেশী অস্ত্রশস্ত্র নিয়ে আবু সাঈদকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করলে ছোট ছেলে সজীব হোসেন এগিয়ে আসলে তাকে মারধর করে তাদের সাথে থাকা টাকা ও দুটি দামি মোবাইল সেট নিয়ে যায়।
তিনি আরো জানান, আমার ছেলে আবু সাঈদ ১০ শে মার্চ প্রবাসে যাওয়ার জন্য সময় নির্ধারণ হয়েছে। আমার ছেলেকে দেশী অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করায় প্রবাসে যাওয়া আর হলো না। আমার ছেলেদের উপর হামলাকারী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।