ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

আমবাগানটি সহ্য হয়নি তাদের?

গভীর রাতে ওমানপ্রবাসী জাকির হোসেন বাবুলের আমবাগান আগুন দিয়ে পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ নভেম্বর) গভীর রাতে চাঁদপুরের কচুয়া উপজেলার বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ওই বাগানের সব গাছ পুড়ে ছাই হয়ে যায়। এতে সাত লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত বাগানমালিক জাকির হোসেন।

এ ঘটনার পর কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে তারা বলেন, জাকির হোসেন বাবুলের আমবাগান পরিদর্শন করেছি। তার ব্যাপক ক্ষতি হয়েছে। তিনি পুনরায় ফলের বাগান করতে চাইলে কৃষি অফিস থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সর্বশেষ - কচুয়া

জনপ্রিয় - কচুয়া