ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কচুয়ায় ইউএইচএন্ডএফপিও ডাঃ রাজন কুমার দাসের যোগদান

ডাঃ রাজন কুমার দাস কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। বুধবার দুপুরে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা। এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা, মেডিকেল অফিসার ডাঃ সামিয়ান সাব্বির, ডাঃ মামুন সরকার, প্রধান সহকারী মোঃ শাহাদাত, উপজেলা পরিসংখ্যানবিদ দিপাংশু দত্তসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

ডাঃ রাজন কুমার দাস ইতিপূর্বে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মেহারণ গ্রামের অধিবাসী। তিনি গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পেশাগত দায়িত্ব পালনে ও সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ডাঃ রাজন কুমার দাস কচুয়ার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - কচুয়া

জনপ্রিয় - কচুয়া