ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে সরস্বতী পূজা উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর সরকারি কলেজে শনিবার (৫ ফেব্রুয়ারি) সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব সরস্বতী পূজার আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে কলেজের শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যে ৭ টায় কলেজ লাইব্রেরি প্রাঙ্গণে অস্থায়ী পূজা মন্ডপে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার কর্মসূচির শুভ সূচনা ঘটে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টায় আরম্ভ হয় পূজা। সকাল ১০ টায় পুস্পাঞ্জলি প্রদান এবং বেলা ১২ টায় প্রসাদ বিতরণ করা হয়।

প্রকৃতির আনন্দধারায় সপ্ত সুরের মূর্ছনা নিয়ে বীণা পুস্তক, রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবীর আগমনীতে, শ্রীপঞ্চমী তিথিতে চাঁদপুর সরকারি কলেজের পূজারীবৃন্দ শ্রী শ্রী সরস্বতী মায়ের পাদপদ্মে পুস্পাঞ্জলি অর্পণ করেন। মাতৃবন্দনার এ আয়োজনে উপস্থিত সকলকে কলেজ পরিবার ও পূজা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এসময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার, পূজা কমিটির আহবায়ক ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহাসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

জনপ্রিয় - ধর্ম