ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মতলব দক্ষিণে শহীদ বুদ্ধিজীবী দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে ১৪ ডিসেম্বর সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, কাজল ভট্টচার্য, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কমল পোদ্দার, কিশোর কুমার ঘোষ, তোফাজ্জল হোসেন, প্রভাষক জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাহফুজ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভার পূর্বে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

 

 

 

 

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ