ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধানিবেদন অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির ব্যবস্থাপনায় ‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে আগামী জানুয়ারি মাসে শ্রদ্ধানিবেদন অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এক বিশেষ সভা জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আয়োজনসহ বিবিধ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সভায় উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ কর্তৃক জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, গত নভেম্বর মাসের শেষ দিকে অনুষ্ঠানটি আয়োজনের প্রাথমিক পরিকল্পনা থাকলেও এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষাকে বিবেচনায় নিয়ে জানুয়ারি মাসের যে কোনো সুবিধাজনক সময়ে এই অনুষ্ঠান আয়োজনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় নির্দেশনা প্রদান করেন। সে অনুযায়ী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে বলে তিনি সবাইকে অবহিত করেন।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানটি যথাযথ ভাব-গাম্ভীর্যপূর্ণভাবে আয়োজনের উপর গুরুত্বারোপ করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানের খসড়া তারিখ ও রূপরেখা প্রণয়ণের পাশাপাশি লোকজ মেলা আয়োজনের সম্ভব্য তারিখ, ভেন্যু এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি, অনুষ্ঠানটি দেশে এবং বিদেশে সরাসরি সম্প্রচারের উপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ফারুক খান, মো: আবদুর রহমান এমপি এবং জাহাঙ্গীর কবির নানক এমপি, জাতীয় বাস্তবায়ন কমিটির সংস্কৃতি বিষয়ক উপকমিটির আহবায়ক আসাদুজ্জামান নূর এমপি, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি ও আ, ফ, ম, বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, রাজনীতিবিদ মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান এবং বাস্তবায়ন কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ