ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় চাঁদপুরেও ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চাঁদপুর জেলার সদর উপজেলাসহ ৮ উপজেলার শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

সিভিল সার্জন অফিসের আয়োজনে ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলা শহরের মধ্য তরপুরচ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে উক্ত ক্যাম্পেইন শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

ক্যাম্পেইন উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন ও মধ্য তরপুরচ-ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাতুজ জাহান।

সিভিল সার্জন জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এ ক্যাপসুলটি শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে। এমনকি রোগ প্রতিরোধসহ শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এ বছর চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভার ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৬২৩০ জন শিশু এবং ১২ মাস থেকে ৪৯ মাস বয়সী মোট ২,৮৪,৫৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

সর্বশেষ - স্বাস্থ্য

জনপ্রিয় - স্বাস্থ্য