ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

কোস্ট গার্ডের অভিযানে ৭ টি চামড়াসহ ১০ কেজি হরিণের মাংস উদ্ধার

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাথরঘাটার একটি বিশেষ অভিযানিক দল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলাধীন চরলাঠিমারা হরিণ ঘাটা খাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। রবিরার (১৪ নভেম্বর) রাতের এই অভিযানে ৭ টি হরিণের চামড়া ও ১০ কেজি মাংস জব্দ করে কোস্টগার্ড।

সোমবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও চামড়া বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ