ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

পুলিশের কাছ থেকে পালানোর সময় যুবকের মৃত্যু

নরসিংদীতে পুলিশের কাছ থেকে পালানোর সময় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) সকালে সদর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম সুজন দাস (২৭)। তিনি হাজিপুর এলাকার অজিত দাসের ছেলে।

গ্রেফতারের সময় পুলিশ এক হাতে হাতকড়া লাগানোর পর সে পকেট থেকে ছুরি বের করে। এ সময় পুলিশকে আঘাত করে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। নদী পার হতে গিয়ে নদীর মাঝখানে আটকে যায়। পরে পুলিশ গিয়ে নদী থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বলেন,  হাজিপুরের হাড়িধোয়া নদী থেকে সুজন দাস নামে এক আসামিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নদী পার হওয়ার সময় সে কোনো কিছুতে আটকে গিয়ে আর পার হতে পারেনি। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। নিহতের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে আছে। তার ছুরির আঘাতে আমাদের একজন এসআই এবং একজন কনস্টেবল আহত হয়েছে।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ