স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া। উপজেলা নির্বাহী কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, একাডেমিক সুপার ভাইজারসহ সকল কেন্দ্র সচিবগণ ও সদস্যবৃন্দ। ‘নকলকে না বলি, দিন বদলের দৃঢ় প্রত্যয়ে দেশটাকে গড়ে তুলি’- এ শ্লোগানকে গুরুত্ব দিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হয়।