ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব পৌরসভা সংলগ্ন এম.আর এন্টারপ্রাইজের গোডাউনে অগ্নিকান্ডে ৭ লক্ষাধিক টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে। ১ নভেম্বর সোমবার ভোরে ঐ গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা যায়, এম.আর এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান দীর্ঘদিন যাবৎ এখানে প্রাণ কোম্পানীর বিভিন্ন মালামাল রেখে ব্যবসা করে আসছেন। ঘটনার দিন রাতে প্রতিদিনে মতো মাসুদুর রহমান মালামাল গুছিয়ে রেখে যান। ভোরে বাড়ির মালিক গোডাউনে ধোঁয়া দেখে মাসুদকে খবর দেয়। পরবর্তীতে ফায়ার ষ্ট্রেশনে খবর দিলে দ্রুত একটি টীম ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গোডাউনে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে গেছে বলে মাসুদুর রহমান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদ হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ