ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

আজ কমিউনিটি পুলিশিং ডে

স্টাফ রিপোর্টার : প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে উদ্যাপন করা হচ্ছে। সে ধারাবাহিকতায় আজ অক্টোবর মাসের শেষ শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ১০টায় আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনি।

পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মোঃ মিলন মাহমুদ (বার)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিউনিটি পুলিশিং জেলা-উপজেলা, চাঁদপুর পৌর কমিটির কর্মকর্তাগণ ও বিভিন্ন অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ। সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

সর্বশেষ - জাতীয়

জনপ্রিয় - জাতীয়