ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ ও উদীচী শিল্পীগোষ্ঠীর মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে ২৯ অক্টোবর স্থানীয় মতলব রিকশাস্ট্যান্ডে মানববন্ধন অুনষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠীর মতলব উপজেলা শাখার সভাপতি সুধাংশু সাহা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মো.জসীম উদ্দিন, নারায়ণপুর কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দীন, মতলব ডিগ্রী কলেজের প্রভাষক অশোক রায়, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ বাদল, রবীন্দ্র সংগীত পরিষদের সভাপতি অধ্যাপক দুলাল পোদ্দার। উপস্থিত ছিলেন, উদীচী শিল্প গোষ্ঠীর সহসভাপতি, তাপস কুমার সাহা, নিমাই চন্দ্র ঘোষ, নারায়ণপুর কলেজের অধ্যাপক হরিপদ রায়, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন সরকার, উদীচী সদস্য শ্যামল চন্দ্র ঘোষ, রিপোটার্স ইউনিটের সাধারণ সম্পাদক কামাল দেওয়ান, শ্যামল ভাট্টাচার্য।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ