ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলবে লক্ষাধিক টাকার মাদকসহ নারী আটক

চাঁদপুরের মতলব উত্তর থানায় ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ নাছরিন আক্তার (২৩) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। যার আনুমানিক মূল্য ১ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

রোববার ৬ মার্চ দিনগত রাতে মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর পৌরসভার ৫নং ওয়ার্ড দেওয়ানজি কান্দি গ্রামের রফিক প্রধানের বাড়ি মিলন ফকিরের ঘর থেকে তাকে আটক করা হয়।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক বিরোধী অভিযানে মাদক কারবারি নাছরিনকে তার স্বামীর ঘর থেকে আটক করা হয়। সে দেওয়ানজি কান্দি গ্রামের মিলন ফকিরের স্ত্রী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনিও জানান, মাদকের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ জিরো টলারেন্স। মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে, থাকবে।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর