ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে অনুদানের অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে ২০২১-২২ অর্থ বছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের তহবিল হতে প্রাপ্ত ৫০ হাজার টাকা উপজেলার দরিদ্র, অসহায় ও বিভিন্ন জটিল রোগী আক্রান্ত ১৭ জন ব্যক্তির মাঝে নগদ অর্থ ও চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। ১ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন। এ সময় ১৭ জন অসহায়, হতদরিদ্র ও বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তি ও স্বজনরাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ