ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব উত্তরে বেড়েছে চোরের উপদ্রব;সর্বস্ব হারানোর ভয়ে থাকে মানুষ!

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় বাড়ছে চোরের উপদ্রব। ২৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কাশিম নগর গ্রামের আবুল কাসেমের ঘরে সিদঁ কেটে চুরি করে। তার ঘর থেকে একটি মোবাইল চুরি করে নিয়ে যায়। আবুল কাশেম জানান, চুরি হওয়ার মাত্র ৩ দিন আগে ২৬ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কিনেন। ৩ দিন পর সিদঁ কেটে সেই মোবাইলটি চুরি করে নেয় চোরেরা।

গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে ব্রাহ্মণচক গ্রামের ইসমাইল হোসেন দিপুর ঘরেও চুরি হয়েছে। ঘর মালিক দিপু জানান, আমার ঘর থেকে এলইডি টিভি ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

এর আগে ২৫ জানুয়ারী গভীর রাতে উপজেলার ব্রাহ্মণচক বাবুর আলী মার্কেটের হেলাল প্রধানের দোকানে চুরি হয়েছে। দোকান মালিক হেলাল প্রধান জানান, চোরেরা আমার দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থ, সিগারেট, বিস্কুটসহ অন্যান্য মালাম চুরি করে নিয়ে যায়। এর আগেও বাবুর আলী মার্কেটের মুদি দোকানদার মোহন তালুকদারের দোকানে চুরি হয়েছে।

মোহন তালুকদার জানান, একাদিকবার আমার দোকানে চুরি হয়েছে। নগদ অর্থ, সিগারেট ও দামী মালামাল চুরি করেছে চোরেরা। একই মার্কেটের ইভা স্টোরেও একাদিকবার চুরি হয়েছে।

ইভা স্টোরের মালিক ইকবাল হোসেন জানান, একাদিকবার চুরি করে আমাকে নি:স্ব করেছে। আমার দোকানের চালের উপরের টিন কেটে দোকানে প্রবেশ করে। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলার বিভিন্ন পেশার লোকজনদের সাথে কথা হলে তারা জানান, এদিক সেদিক কেবল চুরির ঘটনার খবর পাই। আমরা আতংকে আছি। কোন সময় জানি সর্বস্ব চুরি করে নেয়।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর