ঢাকা, মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

মতলব দক্ষিণে তিন কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর এলাকা থেকে ২ ফেব্রুয়ারি বিকালে ৩ কেজি গাঁজাসহ শাকিল(২০) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।সে কুমিল্লার বুড়িচং উপজেলার শাহসিলার বাগ গ্রামের আব্দুল করিমের ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গোপন ও নির্ভর যোগ্য তথ্যের ভিত্তিতে থানার এসআই দেলোয়ার হোসেন ও এএসআই তরুন ফোর্স নিয়ে কাশিমপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন কেজি গাঁজাসহ শাকিল নামের এক যুবককে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে শাকিলকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি পলিথিনে মোড়ানো তিন কেজি পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। কাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ