ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

ফরিদগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় নারীসহ আটক ৩

স্কুল থেকে বাড়ি ফেরার পথে ১০ শ্রেণির এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ নারীসহ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ইজাজ হোসেন (২৩), সাব্বির হোসেন (২৬) এবং লিপি বেগম (৩২) ।

এর মধ্যে থানা পুলিশ রবিবার (৯ জানুয়ারি) দিনগত রাতে লিপি বেগম কে এবং ইজাজ ও সাব্বিরকে সোমবার সকালে কুমিল্লা থেকে আটক করে পুলিশ। এছাড়া ঘটনার শিকার শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য সোমবার (১০ জানুয়ারি) চাঁদপুরে পাঠানো হয়েছে। তবে প্রধান অভিযুক্ত কথিত যুবলীগ নেতা শিমুল মিজি এখনো পলাতক রয়েছে।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নে রোববার স্কুলে যাওয়ার পথে ওই বখাটেরা শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কথিত যুবলীগ নেতা শিমুলসহ কয়েকজন বখাটে তাকে তুলে নিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছাত্রী কোন রকমে ছাড়া পেয়ে বাড়িতে এসে জানালে  সন্ধ্যায় তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, মামলা গ্রহণ করে আমরা তিনজনকে আটক করেছি। প্রধান অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ