চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২১টি ইউনিয়নে আজ রবিবার সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারের দীর্ঘসারি। আর এসব কেন্দ্রে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিয়োজিত ছিল বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এরইমধ্যে দুপুরে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ছয়ছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে গিয়ে ৩ যুবক আটক হন। তারা হলেন- ওমর, কাদের ও সুমন। পরে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে গ্রেপ্তার দেখিয়ে পুলিশে সোপর্দ করেন।
এদিকে, দীর্ঘদিন পর কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেয়ে দারুণ খুশি ভোটাররা। অন্যদিকে, ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে সবধরণের ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। তবে কোথাও কোথাও কেন্দ্রের বাইরে গোলযোগের চেষ্টা করলে সেসব স্থানে বিজিব, র্যাব ও পুলিশের অ্যাকশন দেখা গেছে।