ঢাকা, সোমবার, ৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষামূলক সম্প্রচার

অভিযান-১০ ট্রাজেডি: বরগুনায় গণকবরে দাফন হবে ৩০ জনের

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চার জনের লাশ নিয়ে গেছেন স্বজনরা। পরে আরও সাত জনের লাশ হস্তান্তর করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় বরগুনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিহত ৩০ জনের জানাযা সম্পন্ন হয়। জানাযা নামাজে জাতীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার ২ সহস্রাধিক লোক অংশগ্রহণ করেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, জানাজা শেষে বরগুনা পোটকাখালী গণকবরে ৩০ জনের দাফন সম্পন্ন হবে। যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে। আহত হয়েছেন শতাধিক।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ